ধীর গতিতে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেনের গতিতেও ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দও বেড়ে লেনদেন হচ্ছে এখনও।দেড় ঘন্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে মাত্র ১২১ কোটি টাকা।

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৩১ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩২৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০ টির দর কমেছে ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৮৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১১৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৩৮ টির দও বেড়েছে ৫৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২১ টির।

 

আজকের বাজার/মিথিলা