ধোনিকে অবসর নিতে বাধ্য করবেন না: হুসেইন

ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গেল এক বছর ধরে জল্পনা-কল্পনা ক্রীড়াজগতে। অবশ্য প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে সেই আলোচনা কিছুটা কম। তাই বলে এক্কেবারেই বন্ধ নয়। এবার ধোনির অবসর নিয়ে কথা বললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ধোনির পক্ষেই কথাই বললেন তিনি। তার মতে, ধোনির মতো ক্রিকেটার এক বার চলে গেলে, তার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। শনিবার এক টিভি চ্যানেলকে হুসেইন বলেন, ‘ধোনি ক্রিকেট থেকে সরে গেলে তাকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ধোনির মতো ক্রিকেটার এক প্রজন্মে একবারই আসে। তাই তাকে তড়িঘরি অবসর নিতে বাধ্য করবেন না। তার মানসিক অবস্থা ঠিক কী, সেটা ধোনিই সব চেয়ে ভাল বলতে পারবে।’ গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ধোনি। সেটি ছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে। এরপর ভারতের হয়ে আর কোন ম্যাচ খেলেননি তিনি। এমনকি ঘরোয়া কোন ম্যাচও নয়। তবে আইপিএল দিয়ে আবারো মাঠে ফেরার ভালো সুযোগ ছিলো ধোনির। কিন্তু করোনাভাইরাসের কারনে আইপিএলর নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। তাই ধোনির ফেরার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দ্রুতই অবসরের ঘোষনা দিবেন ধোনি।

কিন্তু আইপিএল না হলেও ধোনির এখনো ভারতকে দেয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন হুসেইন। তিনি বলেন, ‘যারা ধোনিকে নিয়ে সমালোচনা করে, তাদের কাছে আমার প্রশ্ন হল, ধোনি কি এখনও ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? খুব সহজ প্রশ্ন। আমি ধোনিকে যা দেখেছি, তাতে বলব- ভারতীয় ক্রিকেটকে তার এখনও অনেক কিছু দেয়া আছে।’ ইংল্যান্ড বিশ্বকাপে বড় ইনিংস খেলতে পারেনি ধোনি। তবে ধোনির প্রতিভা নিয়ে প্রশ্ন থাকার কথা নয় বলে জানান হুসেইন, ‘ইংল্যান্ড বিশ্বকাপে বেশ কয়েকটি ভুল করেছিল ধোনি। যেমন একটা ম্যাচে এক দিক থেকে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলব, ধোনির মতো প্রতিভা সহজে পাওয়া যায় না।’ খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান