নতুন বাজেটে সার্বিক ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা

নতুন অর্থবছরের (২০২০-২১) বাজাটে সামগ্রিক ঘার্তি এক লাখ ৯০ হাজার কোটি টাকা। যা মোট জিডিপি’র ৬ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০–২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত অর্থবছরের সামগ্রিক ঘাটতি ৫ শতাংশ ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নতুন অর্থবছরে মোট ব্যয় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপি’র ১৭.৯ শতাংশ।

পরিচালন ও অন্যান্য ব্যয়ের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৮৫৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দা রাখা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

নতুন অর্থবছরে (২০২০-২১) সামগ্রিক বাজেট ঘাটতির মধ্যে থেকে ৮০ হাজার ১৭ কোটি আসবে অভ্যন্তরীণ উৎস থেকে এভং ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা

ঘাটতি অর্থায়নে ৮০ হাজার ১৭ কোটি টাকা আসবে বৈদেশিক অনুদান থেকে। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক–বহির্ভূত খাত থেকে নেওয়া হবে ২৫ হাজার কোটি টাকা।