নতুন বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহনের সিদ্ধান্ত ইউনাইটেড পাওয়ারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নতুন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শনিবার বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহন করে। সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটির ৭৫% শেয়ার অধিগ্রহন করবে। ১০ টাকা ফেসভেলুতে শেয়ার অধিগ্রহন করা হবে। কোম্পানিটি শেয়ারগুলো এতোদিন ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিডেটের নামে ছিলো। সেগুলোই তারা অধিগ্রহন করবে। কোম্পানিটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড)মধ্যে অবস্থিত। ৩০ বছর মেয়াদী এ অধিগ্রহনের মেয়াদ শেষ হলে আবার ৩০ বছর মেয়াদ বৃদ্ধি করা যাবে।