নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পরপর ৩টি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রোববার দেশটির বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার টার্গেট ছিল কনদুগা নামের একটি হল। হামলার সময় এতে স্থানীয়রা ফুটবল খেলা দেখছিল। খবর আল-জাজিরা।

এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামই এ হামলা চালিয়েছে। সংগঠনটি নাইজেরিয়াতে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

দেশটিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠাই বোকো হারামের লক্ষ্য। রোববারের হামলার পর নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান উসমান কাচালা জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। ঘটনাস্থলেই নিহত হয়েছিল ৯ জন।

স্থানীয় সময় রাত ৯টায় এ হামলাগুলো হয়। ওই হলের মালিক একজন জঙ্গিকে হলে প্রবেশে বাধা দিতে সমর্থ হয়। এ সময় তাদের মধ্যে তর্ক হয় এবং এক পর্যায়ে ওই হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এ সময় পাশের একটি চা’র দোকানে অবস্থানরত আরো দুই হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটান। পুলিশ জানিয়েছে, ৩টিই ছিল আত্মঘাতী বোমা হামলা। নিহতদের মধ্যে বেশির ভাগই ওই সময় টিভিতে ফুটবল ম্যাচটি দেখছিল। ঘটনায় ৪৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আককের বাজার/এমএইচ