নাটোরে মুজিববর্ষ উপলক্ষে টিসিবি’র পণ্য বিপণন

ছবি - সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় তিনদিনব্যাপী টিসিবি’র পণ্য বিপনন কার্যক্রম আজ শনিবার শেষ হয়েছে।

এই কার্যক্রমের আওতায় ন্যায্যমূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও পেঁয়াজ বিক্রয় করা হয়।

আজ সমাপনী দিনে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় লম্বা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বয়সি নারী ও পুরুষ ক্রেতারা পণ্য ক্রয় করেন। এর আগে, গত দুই কর্মদিবসে পুরাতন বাস টার্মিনাল এলাকা ছাড়াও কালেক্টরেট ভবন চত্বরে বিপনন কার্যক্রম চলে।

টিসিবি’র ডিলার মানিক সাহা জানান, এই কার্যক্রমে মোট পাঁচটন সয়াবিন তেল, সোয়া তিনটন চিনি, আড়াইটন পেঁয়াজ এবং আধাটন মশুর ডাল বিক্রয় করা হয়েছে।

তিনি জানান, ন্যায্য মূল্যে চিনি প্রতিকেজি ৫০ টাকা দরে, মশুর ডাল প্রতিকেজি ৫০ টাকা দরে, পেঁয়াজ প্রতিকেজি ৩৫ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতিলিটার ৮০ টাকা দরে বিক্রয় করা হয়েছে। সূত্র – বাসস

আজকের বাজার / এ.এ