নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে: আনাস্তাসি ভাসিলিয়েভা

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে সেই সম্ভাবনার কথা বলেছেন নাভালনির ব্যক্তিগত চিকিৎসক। আনাস্তাসি ভাসিলিয়েভা, নাভালনিকে হাসপাতালে দেখতে যান এবং পরে ফেসবুকে বলেন যে এই সম্ভাবনা বাদ দেওয়া যাবে না যে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাই তার ত্বকের ক্ষতি হয়েছে। তিনি বলেছেন এটা হয়েছে অজ্ঞাত কোনো রাসায়নিকের কারণে। কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে তার ওপর এটা প্রয়োগ করা হয়েছে।

অ্যালেক্সি নাভালনিকে কর্তৃপক্ষ সম্প্রতি গ্রেফতার করে এবং তাকে ৩০ দিনের জেল দেয়। রবিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কর্তৃপক্ষ বলেছে তিনি মারাত্মক এলার্জিতে সংক্রমিত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হযেছে। এখন তিনি আবার কারাগারে ফিরে গেছেন।

অনুমতি ছাড়া মস্কোতে প্রতিবাদে বিক্ষোভের আহ্বান করার কারণে অ্যালেক্সি নাভালনিকে কর্তৃপক্ষ গ্রেফতার করে এবং ৩০ দিনের জেল দেয়। শনিবার মস্কোর ওই বিক্ষোভ থেকে রুশ পুলিশ ১,৩০০ বেশী ব্যক্তিকে আটক করে।

আজকের বাজার/লুৎফর রহমান