নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সারাদিনই সূচকের একটানা পতনে লেনদেন চলে দেশের দুই স্টক এক্সচেঞ্জের। লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর হাড়িয়েছে আজ। বেড়েছে মোট লেনদেনের পরিমানও।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৫ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১২ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, দর কমেছে ১৭৪ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৫৪ কোটি ১৬ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫১২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২৬ টির, দর বেড়েছে ১১৫ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৩ টির দর।

 

আজকের বাজার/মিথিলা