নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানে লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারায়। দিনশেষ ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৫০৭ কোটি ৪৭ লাখ টাকা।

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির দর কমেছে ১৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩৩ কোটি ৩১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৩৪ টির দর বাড়ে ৯৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৭ টির দর।

আজকের বাজার/মিথিলা