নিরাপত্তাবাহিনী ছাড়াই মায়ের কাছে মোদি

‌মায়ের জন্য মন কাঁদছিল। তাই কোন ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই বৃহস্পতিবার হঠাৎ মায়ের কাছে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনওরকম খবর না দিয়ে হঠাৎই গান্ধীনগরে মায়ের কাছে যান তিনি।

গুজরাতে গান্ধীনগরের রাজভবনে শ্রী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেখানে। এই বৈঠকের পরে সোজা নিজের মায়ের কাছে চলে যান নরেন্দ্র মোদি৷

তবে কোনও নিরাপত্তা বাহিনী বা পুলিশের সুরক্ষা ছাড়াই তিনি একা সেখানে চলে যান। বেশ অনেকটা সময় কাটান মা হীরাবেন মোদির সঙ্গে। মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকেন তাঁর মা। প্রায় ১৫ মিনিট সেখানে থাকেন নরেন্দ্র মোদি। কাজের ব্যস্ততা এতটাই যে মায়ের সঙ্গে দেখা করারও সুযোগ পান না প্রধানমন্ত্রী। তাই গুজরাটে পা দেওয়ার পর প্রথমেই তাঁর মনে এসেছিল যে করেই হোক মায়ের সঙ্গে তিনি দেখা করবেন।

বৃহস্পতিবার গুজরাতের ভালসাদের জুজওয়া গ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নিজের স্বপ্নের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারের আবাস যোজনাকে কাজে লাগিয়ে এই দেশের প্রতিটি নাগরিক নিজের বাড়ি পাবে, তাও ২০২২ সালের মধ্যে৷’‌ তিনি আরও বলেন, ‘‌ভারত সেই বছরই স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে, আর সেই বছরই দেশের প্রতিটি নাগরিক মাথার ওপরে ছাদ পাবে, নিজের বাড়ি পাবে৷’‌ এমনই আশা করেন তিনি৷