নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে শুক্রবার

আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে কি না-সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তবে টেকনোক্র্যাট মন্ত্রীরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন। এখনো অবশ্য পদত্যাগপত্র গৃহীত হয়নি।

এসব মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, নতুন কাউকে আনা হবে না। এ চার মন্ত্রণালয়গুলো বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হবে।’

এদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণের পর তাদের পদত্যাগ কার্যকর হবে।

আজকের বাজার/এমএইচ