নির্বাচন কমিশনে বিএনপির দাবি অবান্তর

বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) কাছে যেসব দাবি তুলে ধরেছে তা অবান্তর বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

রোববার, ২ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি প্রশাসনে রদ বদলের নামে নির্বাচন কমিশনের কাছে যে দাবি তুলেছে তা মানতে হলে পুরো সরকারকেই উলটপালট করতে হয়। পুরো সরকারকেই বদল করতে হয়। সেটা তো হয় না। আর বিএনপি তো মেনেই নিয়েছে এই সরকারের অধীনে এই প্রশাসনের অধীনের নির্বাচন করবে। তারা তো এসেছেনও। এখনতো এই প্রশ্ন আমি মনে করি অবান্তর।’

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে একটি বিমানবন্দরে সমাবেশ করেছেন উল্লেখ করে এইচটি ইমাম বলেন, ‘এখন তো সমাবেশ করার কথা না। আমরা শুনেছি সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। যা নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। যেই করুক না কেন, সমাবেশ করলে তা আচরণ বিধির লঙ্ঘন। আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড থাক। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হোক। যেটি গ্রহণযোগ্য হবে।’

তিনি বলেন, এখানে দলের কোন বিষয় নয়, আওয়ামী লীগের কোনো প্রার্থীও যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তাহলেও ব্যবস্থা নেয়া হোক।

বিরোধী একটি দলের প্রধান জেলে। তার মনোনয়নপত্র আজ বাতিল করা হয়েছে। এরপরেও কি আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে দাবি করবেন? এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘এটা তো নির্বাচন কমিশন, রিটানিং কর্মকর্তা ও সুপ্রিমকোর্টের ব্যাপার। এটা আইনের ব্যাপার। দন্ডিত ব্যক্তির ব্যাপার, কোনো দলের প্রধানের বিষয় নয়।’

ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউজ অব কমন্স লাইব্রেরি’র তৈরি করা বাংলাদেশ বিষয়ে হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো সংশয় রয়েছে, এখানকার অবস্থা লেভেল প্লেয়িং ফিল্ড থেকে এখনো অনেক দূরে। এব্যাপারে জানতে চাইলে এইচটি ইমাম বলেন, ‘হাউজ অব কমন্স যা বলেছে তা তো তাদের কথা। হাউজ অব কমন্স মানে ইংল্যান্ড নয়। তবে পাশাপাশি সমগ্র ইউরোপীয় পার্লামেন্ট কি বলেছেন? তাদের প্রতিনিধি দল ঘুরে গেছে। তারা বলে গেছে, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার সুন্দর বা অবজেক্টিভ পরিবেশ রয়েছে। যে কারণে এখানে পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজন নেই।’

এ ব্যাপারে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ ঘুরে বিশ্লেষণ করেছেন। কিন্তু পরে ইউরোপীয় পার্লামেন্টের ঢাকার অফিস থেকে কি বললেন তা গ্রহণযোগ্য নয়। আর হাউজ অব কমন্স কি বলেছে তারও সত্যতা নাই। কারণ, আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, উপদেষ্টামন্ডীর সদস্য ড. মশিউর রহমান, রাশেদুল আলম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, এস এম কামাল হোসেন, দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, তানভীর ইমাম এমপি, এনামুল হক চৌধুরী ও ড. সেলিম মাহমুদ। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ