নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর পরিকল্পিত হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে…সর্বত্র শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যখন দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত তখনই তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’

মনোনয়ন সংগ্রহের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হলেও আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে কেন পুলিশ নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নয়াপল্টনের রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ধানমণ্ডির রাস্তা একটি বাই-লেন।’

নির্বাচন বানচাল করতে এ হামলার পেছনে সরকার রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্য বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতার বক্তব্যকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই না। ঘটনার ভিডিও আমরা সবাই দেখেছি। বিএনপি নেতাদের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ছিল। বিএনপির দুই নেতা সেখানে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি নেতা-কর্মীরা হামলার মুডে ছিল।’

সব ধরনের পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত বলে জানান আসাদুজ্জামান খান।

বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেয়া হচ্ছে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

‘সংলাপের সময় বিএনপি নেতারা আমাদের তালিকা দিয়েছে। তালিকা যাচাই-বাছাই চলছে,’ যোগ করেন তিনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ