নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৬৬ জন আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৬৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
এসময় ২৯ লাখ ৬২ হাজার ৮৫০ মিটার জাল, ১হাজার ৭শ’৫৯ কেজি ইলিশ মাছ ও ১৬টি নৌকা জব্দ করা হয়েছে।
নৌ-পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টার নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের এই অভিযানে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দন্ডের বিধান রয়েছে।
সারাদেশে নৌ পুলিশের ১১৬ টি থানা ও কেন্দ্র রয়েছে । নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।