নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদে নামাজ পড়ায় পাকিস্তানে ৩৮ ইমাম আটক

মসজিদে নামাজ পড়ার কারণে অন্তত ৩৮ জন ইমামকে আটক করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার মসজিদে নামাজ পড়ার কারণে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে। খবর ডন-এর।

জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত বৃহস্পতিবার সিন্ধু প্রদেশে মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ আরোপ করে সেখানকার প্রাদেশিক সরকার। বলা হয়, আগামী ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ, নাগরিকদের জামাতে নামাজ পড়তে দেয়া হবে না।

দেশটির পুলিশ জানায়, মধ্য জেলায় ২১ জনের নামে এফআইআর এবং ২৩ জনকে গ্রেফতার, পূর্ব জেলায় ২০ এফআইআর, করাঙ্গিতে ১২ এফআইআর ও ২ জনকে আটক, দক্ষিণ জেলায় ৩ এফআইআর ও ১ জনকে গ্রেফতার, এবং করাচিতে ৮ এফ আইআর ও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানে পেনাল কোডের ১৮৬ ধারা, ১৮৮ ধারা, ২৬৯ ধারা ও সিন্ধু প্রদেশের মহামারী রোগ আইন ২০১৪ এর ৪ ধারা অনুযায়ী এসব এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর ভুক্ত ব্যক্তিদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের কেয়ারটেকাররাও আছেন বলে খবরে বলা হয়েছে।

আজকের বাজার / এ.এ