নীলফামারীর ডোমারে দেওনাই নদী পুনঃখননের কাজ শুরু

নীলফামারী জেলার ডোমার উপজেলায় দেওনাই নদী পুনঃখননের কাজ বুধবার শুরু হয়েছে।
ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নে নদীর উৎপত্তিস্থল থেকে জলঢাকা উপজেলার ধর্মপাল পর্যন্ত ত্রিশ কিলোমিটার এলাকায় পুণঃখননের কাজ হবে। এজন্য ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আজ বুধবার উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গ্রামের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ওই খনন কাজ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক।

আজকের বাজার/আখনূর রহমান