নীল নদের তীরে হাজার হাজার বছর পুরোনো সভ্যতার নির্দশন আবিস্কার

নীল নদের তীরে হাজার হাজার বছর পুরোনো সভ্যতার নির্দশন আবিস্কারনীল নদের পশ্চিম তীরে মিশরের কয়েক হাজার বছর পুরোনো সভ্যতার নির্দশন আবিস্কার করেছেন মিশরের একটি পুরাতত্ব অভিযানের কর্মীরা।ভিওএ

মিশরের ২২তম রাজবংশের দেবতা আমুন ও খোনশু’র ধর্মযাজক ও ধর্মযাজিকাদের ৩০টি অক্ষত ও বন্ধ কফিন পেয়েছেন তারা। খ্রীষ্টপূর্ব ১০ শতাব্দীর সময় প্রায় ৩ হাজার বছর আগে মিশরে সমাধী ডাকাত ছিল আলোচনার বিষয়। সমাধী থেকে তারা মুল্যবান বস্তু চুরি করতেন। সেইসব সমাধীর কফিন ও মমি তারা ধ্বংস করে ফেলতো।

চুরি ডাকাতি হবার ভয়ে ফারাওদের পুরোহিতরা প্রায়শই সমাধী থেকে মৃতদেহ লুকিয়ে ফেলতেন। তারা সেসব রক্ষা করতেন বিশেষ কায়দায়। কফিনের গায়ে নানা চিত্র এঁকে তারা কফিনগুলোকে চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করতেন। সেইসব রক্ষা করা কফিনের অংশ এই নতুন আবিস্কৃত কফিনগুলো। এগুলো গ্র্যান্ড ইজিপ্শিয়ান মিউজিয়ামের একটি বিশেষ হলে রাখা হবে বলে জানা গেছে।

আজকের বাজার/লুৎফর রহমান