নুসরাত হত্যা মামলার আসামি মকসুদ ঢাকায় গ্রেপ্তার

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হাফেজ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. শাহ আলম নিশ্চিত করেছেন।

জানা যায়, নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত শেষ আসামি ছিলেন হাফেজ আবদুল কাদের। রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকার ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসা ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। আর কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। অধ্যক্ষ সিরাজ উদ দৌলার অনুগত হিসেবে মাদ্রাসার হোস্টেলে থাকতেন তিনি। ঘটনার সময় মাদ্রাসার গেটে পাহাড়ায় ছিলেন।

আজকের বাজার/এমএইচ