নৃশংসভাবে শিশু তুহিন হত্যা: বাবা-চাচাসহ ৩ জন রিমান্ডে

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হাসানকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা ও চাচাসহ তিনজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলেন – তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মুছাব্বির ও প্রতিবেশী জমশেদ আলী।

আদালত সূত্রে জানা যায়, তুহিন হত্যাকাণ্ডে পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্রেট ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে তুহিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারাল ছুরিবিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন অবস্থায় ছিল।

পুলিশ শিশু তুহিনের পেটে বিদ্ধ দুটি ছুরিতে ওই গ্রামের বাসিন্দা ছালাতুল ও সোলেমানের নাম পেয়েছে।

স্থানীয়দের ধারণা, কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে নিহত তুহিনের বাবা আব্দুল বাছিরের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।

আজকের বাজার/এমএইচ