নেটফ্লিক্সে রেকর্ড গড়েছে ‘বার্ড বক্সের’ সাফল্য

এক সপ্তাহের মধ্যেই রেকর্ড সৃষ্টি করেছে নেটফ্লিক্সের থ্রিলারধর্মী সিনেমা ‘বার্ড বক্সের’ সাফল্য।

যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক বিনোদনধর্মী প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম সাতদিনে মার্কিন তারকা অভিনেত্রী স্যান্ড্রা বুলক অভিনীত ‘বার্ড বক্স’ সিনেমাটি দেখা হয়েছে ৪৫ মিলিয়ন নেটফ্লিক্স অ্যাকাউন্ট থেকে। যা ১২ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির জন্য নির্মিত কোনো ছবির প্রথম সপ্তাহ দেখার হিসেবে সর্বোচ্চ রেকর্ড।

নেটফ্লিক্সে প্রকাশের প্রথম সপ্তাহে ২১ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে ১৩৭ মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ দর্শক সিনেমাটি দেখেছেন। বড়দিনের ছুটিতে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি।

সিনেমাটি পরিচালনা করেছে সুসানে বিয়ার। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্যান্ড্রা বুলক, যিনি বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম।

সিনেমায় স্যান্ড্রাকে দেখা গেছে একজন সাহসী মা হিসেবে, যিনি তার সন্তানদের জন্য দুঃসাহসিক যেকোনো কাজ করতে পারেন। সিনেমাটিকে নিজের সন্তানদের জন্য ভালোবাসায় ভরা একটি চিঠি হিসেবে উল্লেখ করেছেন তিনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ