নড়াইলে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে একই কার্যালয়ে বুধবার মামলাটি করেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী ও সচিব শেখ মো. মহিদুল ইসলাম পরস্পর যোগসাজশ করে করোনায় সহায়তা দেয়ার লক্ষ্যে সরকারের জিআর কর্মসূচির আওতায় ২৮০ কেজি ত্রাণের চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে আত্মসাৎ করেন।