পদত্যাগ করলেন হেলমট

তিন বছরের বেশি সময় বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসা অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমট পদত্যাগ করেছেন। শনিবার (৩০ নভেম্বর) বিসিবি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

২০১৬ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হন হেলমট। দেশে ও দেশের বাইরে একাধিক ক্যাম্প পরিচালনা করেছেন তিনি। বিভিন্ন দেশে সফরে ছিলেন শিষ্যদের নিয়ে। বিসিবি ‘এ’ দলেও দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে।

মূলত পারিবারিক কারণে এই দায়িত্ব থেকে সরে এসেছেন হেলমট। এই অজি কোচ বলেন, ‘আমি আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক প্রতিশ্রুতিতে আপাতত আমাকে এখান থেকে যেতেই হচ্ছে।’

ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার সুযোগ এলে তা বিবেচনায় আনবেন বলেও জানিয়েছেন হেলমট- ‘পুনরায় আমাকে সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হব, বিশেষ করে এইচপি ও ‘এ’ দলের সঙ্গে। এখানে কাজ করে দারুণ সময় কাটিয়েছি। একাধিক ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পেরেছি।

আজকের বাজার/আরিফ