পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার আচরণ বিশ্বের জন্য বিপজ্জনক: রাশিয়া

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা যে আচরণ করছে তা সারা বিশ্বের জন্য বিপজ্জনক। পরমাণু সমঝোতার মতো একটি আন্তর্জাতিক আইন নতুন করে লেখার প্রস্তাবকে তিনি ‘অমার্জিত প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।

আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় উলাইয়ানভ বলেন, “এটা সবার জানা যে, দু পক্ষের বাধ্যবাধকতার মধ্যদিয়ে অধিকার প্রতিষ্ঠিত হয়। অমোচনীয় এই পরমাণু সমঝোতা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।”

রুশ রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত এই সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পরও মনে করে- তারা এর অংশ এবং ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় পরমাণু সমঝোতা সম্পর্কিত অধিকারগুলো চর্চা করতে পারে। অন্যদিকে, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি’র আওতায় ইরান শুধু তা মেনে চলবে কিন্তু এ থেকে কোনো অধিকার ভোগ করতে পারবে না।”

উলাইয়ানভ বলেন, এটি শুধুমাত্র দ্বিচারিতা নয় বরং আন্তর্জাতিক একটি চুক্তি পুনঃলেখার বিষয়ে তাদের অমার্জিত প্রচেষ্টা যা বিশ্বের জন্য বিপজ্জনক।”সূত্র: পার্সটুডে