পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল কম্বোডিয়া যাচ্ছেন

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল আজ রোববার কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়ায় সফরকালে এই প্রতিনিধিদলটি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে সসম্মানে প্রত্যাবাসন প্রসঙ্গে আলোচনা করবেন।

জাতীয় সংসদদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল (জন) এবং সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব ড. মো. ওহিদুজ্জামান। সফর শেষে আগামী ৮ জানুয়ারি-২০২০ এ প্রতিনিধিদলের দেশে ফেরার কথা। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান