পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ ড্র করলো বাংলাদেশের মেয়েরা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছেন। সোমবার দ্বিতীয় ও শেষ একদিনের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে স্বাগতিকদের দেশে বাংলাদেশের পক্ষে প্রথম জয় ছিনিয়ে আনল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এর আগে রোববার ভারতের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

প্রথম ওয়ানডে ম্যাচে ২৯ রানের ব্যবধানে হারা বাংলাদেশ নারী ক্রিকেট দল সোমবার শেষ ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নামে।

টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয়। ওপেনার নাহিদা খাতুন ৭৯ বলে ৬৪, আলিয়া রিয়াজ ৬৮ বলে ৩৬ এবং বিসমা মারুফ ৫৩ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩৫ রান খরচায় ৩টি এবং সালমা খাতুন ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে সফরকারী বাংলাদেশ ৪৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১ রান করে। বাংলাদেশের পক্ষে ফারজানা ৯৭ বলে ৬৭ এবং মুর্শিদা ৬৭ বলে ৪৪ রান করেন।

এছাড়া অধিনায়ক রুমানা আহমেদ ৩১, শারমিন সুলতানা ২৭ এবং সানজিদা ইসলাম ২০ রান করেন।

স্বাগতিকদের পক্ষে সায়েদা আরব শাহ ও বিসমা মারুফ যথাক্রমে ৩৭ ও ২৪ রান খরচায় ২টি করে উইকেট লাভ করেন।

আজকের বাজার/এমএইচ