পাকিস্তানের সাথে সম্পর্ক গাঢ় করতে চায় রাশিয়া

পাকিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক এগিয়ে নিতে চায় রাশিয়া।

মঙ্গলবার রুশ প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এমন এক সময়ে রাশিয়া এই ইচ্ছা ব্যক্ত করলো, যখন ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম কমর জাভেদ বাজওয়ার মস্কো সফরের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই দেশের সম্পর্ক বিষয়ে এই প্রস্তাব এলো।

এদিকে, পাক সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে পাকিস্তানের অর্জনের প্রশংসা করেছে রাশিয়া।

রাশিয়ান গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেন, ‘পাকিস্তান ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। সামরিক পর্যায়ে রাশিয়া দেশটির সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো বাড়াতে চায়।’

আজকের বাজার/আরজেড