পাকিস্তান দলের ব্যাটিং কোচ ইউনিস খান ইংল্যান্ড সফরে যাচ্ছেন

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইউনিস খান। এছাড়া স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ডান-হাতি লেগ-স্পিনার মুশতাক আহমেদকে। প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকারের সাথে যুক্ত হবেন ইউনিস ও মুশতাক। তবে শুধুমাত্র ইংল্যান্ড সফরের জন্য ইউনিস-মুশতাককে নিয়োগ দেয়া হয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সূচি নির্ধারিত আছে। সফরে তিনটি করে টেস্ট ও টি-২০ খেলবে পাকিস্তান। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলার পর, এই প্রথম পাকিস্তান দলে কোন দায়িত্ব পেলেন ইউনিস।

পিসিবির পক্ষ থেকে এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছসিত ইউনিস, ‘আমার কাছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার থেকে বেশি গৌরব আর কিছু হতে পাপরেনা। আমি অনেক আনন্দিত যে, ইংল্যান্ড সফরে আমাকে ব্যাটিং পরামর্শকদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাকিস্তান দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যাদের ভালো করার সামর্থ্য রয়েছে। মিসবাহ-ওয়াকার-মুশতাকের সাথে কাজ করে, তাদেরকে আরও ভালোভাবে গড়ে তুলবো এবং মাঠের ভেতর ও বাইরে তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবো। খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে সক্ষম হবো আশা করছি।’

২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে একত্রে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ ও ইউনিস। দীর্ঘদিন পাকিস্তানের মিডল-অর্ডারের কান্ডারিও ছিলেন তারা। তাই মিসবাহ-ইউনিসের বোঝাপড়াটা বেশ ভালো।

ব্যাটিং কোচ হিসেবে ইউনিসকে পাবার ব্যাপারে মিসবাহ বলেন, আমি ইউনিস খানকে স্বাগত জানাই এবং তার সঙ্গে কাজ করে পাকিস্তানের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দুইজন, দুইজনকে অনেক ভালোভাবে চিনি, দীর্ঘদিন একত্রে খেলেছি। পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অতীতে যেভাবে কাজ করেছি এখনও তাই করতে চাই।’

১৭ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলেছেন ইউনিস। রান করেছেন ১০০৯৯। এছাড়া ২৬৫টি ওয়ানডে ও ২৫টি টি-২০ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৭২৪৯ ও টি-২০তে ৫১ রান করেন ইউনিস। ইউনিসের নেতৃত্বে ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে পাকিস্তান।

২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানান মুশতাক, পেয়েছেন দলের বোলিং কোচের দায়িত্ব। নিজ দেশের দায়িত্ব গ্রহণ করার আগে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৫২টি টেস্টে ১৮৫ উইকেট এবং ১৪৪টি ওয়ানডেতে ১৬১ উইকেট শিকার করেন ৪৯ বছর বয়সী মুশতাক।

মুশতাকের ব্যাপরে মিসবাহ বলেন, ‘মুশতাক আহমেদ অভিজ্ঞতায় অনেক। খেলোয়াড়ের পাশাপাশি বোলিং পরামর্শক হিসেবে ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই অভিজ্ঞতা দেশের খেলোয়াড়দের উন্নতিতে সহযোগিতা করবে।’ খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান