পাকিস্তান সফরে টেস্ট স্কোয়াডে ডাক পেতে পারেন তাসকিন!

জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে রয়েছেন দেশের দ্রুত গতির বোলার তাসকিন আহমেদ।

বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে মাঠে দেখা গিয়েছিল তাকে। যদিও নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি। টাইগাররা যখন পাকিস্তান সফরে ব্যস্ত তখন সময়টি ধর্মীয় কাজে লাগালেন তাসকিন।

সম্প্রতি সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন তাসকিন। বাবা-মা ও স্ত্রীসহ এখনও মক্কাতেই অবস্থান করছেন তিনি। ৩০ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।

ওমরাহ পালনে তাসকিন যখন মক্কাতে, তখন দারুণ সুখবর এলো তার জন্য।

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের টেস্ট একাদশে তাসকিনকে রাখা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্রটি জানায়, ১৬ সদস্যের ওই টেস্ট স্কোয়াডে পেসার তাসকিন আহমেদকে রেখেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘পাকিস্তান সফরে একটিমাত্র টেস্টই খেলা হবে। তাই স্কোয়াড ১৪ বা ১৫ জনের করতে পারি। বেশি একটা পরিবর্তন করব না।’

প্রসঙ্গত আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা। এ সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে।

৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

আজকের বাজার/লুৎফর রহমান