পানির দরে বিক্রি হচ্ছে দুধ

নিজেদের খামারে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিরা জানায় বাজারজাতকারী কোম্পানিগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিয়েছে।

খামারিদের অভিযোগ, তাঁরা এখন খামারে উৎপাদিত দুধের একটি অংশ স্থানীয়ভাবে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এদিকে কোম্পানিগুলো বলছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান পাওয়ার খবরে বাজারে তরল দুধ বিক্রি কমে গেছে। এ কারণে তারা দুধ সংগ্রহ কমাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, সাপ্রিতিক সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুধে সীসার পাশাপাশি ক্যাডমিয়ামের উপস্থিতি রয়েছে

আজকের বাজার/লুৎফর রহমান