পানি নিয়ে ঢাকা-দিল্লির সচিব পর্যায়ের বৈঠক

প্রতিবেশী দুদেশের অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি শুরু হয় এবং সন্ধ্যায় পৌনে ৬টায় বৈঠক নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের কথা রয়েছে। খবর ইউএনবি।

এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ইউএনবিকে জানান, বৈঠকে ভারতের পানি সম্পদ সচিব উপেন্দ্র প্রসাদ সিং এবং বাংলাদেশের পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার দুদেশের প্রতিনিধিত্ব করছেন।

গঙ্গার পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যৌথভাবে গবেষণা নিয়ে দুদেশ আলোচনা করতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ ব্যাপারে আলোচনা করেন।

আজকের বাজার/এমএইচ