পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা নীতি মন্ত্রিসভায় অনুমোদন

তেজস্ক্রিয় বর্জ্য অপসারণের জন্য দূষণকারীকে ব্যয় বহনের বিধান রেখে তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

পারমাণবিক জ্বালানি চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় ব্যবহৃত হয় জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন খাত থেকে তৈরি হওয়া পারমাণবিক বর্জ্যের নিষ্পত্তি করতেই এ নীতিমালা প্রস্তুত করা হয়েছে।

‘পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আরডব্লিউএমসি (রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজম্যান্ট কোম্পানি) নামে একটি কোম্পানি। কিন্তু এ জন্য দূষণকারীকেই ব্যয় বহন করতে হবে,’ যোগ করেন শফিউল আলম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি অনুসারে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির বর্জ্য নিয়ে যাবে এবং তা তাদের দেশে নিষ্পত্তি করবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নীতিমালা মেনেই এ নীতি তৈরি করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইএইএ’র নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তেজস্ক্রিয় বর্জ্য ও পারমাণবিক জ্বালানিতে ক্ষয়ক্ষতি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে নীতিমালাটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ