পিরোজপুরে বাল্য বিয়ে নিরোধ দিবস ২০১৯ পালিত

পিরোজপুর জেলায় আজ বাল্য বিয়ে নিরোধ দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করে

বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালতের মধ্যবর্তী সড়কে এ সমাবেশ ও মানব বন্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত মহিলা কর্মী ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক গৌতম চৌধুরী,ও প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নুসরাত জাহান এ সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন বর্তমান সরকার বাল্য বিয়ে নিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। আমরা কোন অবস্থাতেই বাল্য বিয়ে হতে দেব না।

এ ধরনের কোন ঘটনার খবর পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে হবে এবং জনসচেতনতা সৃষ্টিতে সবাই একযোগে কাজ করে যাব।

আজকের বাজার/লুৎফর রহমান