পিরোজপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

মঠবাড়িয়া উপজেলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  এছাড়াও আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলম মোল্লা (৩৪), শাহাদাৎ হোসেন (৩৪), ইদ্রিস হাওলাদার (৩৯), ইলিয়াস (৩৪), দোলোয়ার (২৯), আব্দুর রহিম (৩৪) ও মো. বাচ্চু তালুকদার (৩৪)। এদের মধ্যে ইদ্রিস ও বাচ্চু পলাতক রয়েছে।

নিহত শাহ আলম (৪৮) উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে শাহ আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আকরামুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।

আজকের বাজার/এমএইচ