পুঁজিবাজারে এক মাসে ব্যাংকের গড় পতন ৫.৮০ শতাংশ

পুঁজিবাজারে বর্তমানে ব্যাংক খাতের শেয়ার পতনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ মাসে ৯৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর গড় শেয়ার দর কমেছে ৫.৮০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টি বা ৯৩.৩৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। আর ২টি বা ৬.৬৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। সবশেষে ৩০ ব্যাংকের গড় পতন হয়েছে ৫.৮০ শতাংশ হারে।
জানা গেছে, গত ১ মাসে সবচেয়ে বেশি দর পতন হয়েছে যৌথভাবে এবি ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ারে। এই ২ ব্যাংকের শেয়ার দর কমেছে ১৪ শতাংশ করে। এরপরে ১২ শতাংশ কমে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক। আর তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ শতাংশ।
৩০ ব্যাংকের শেয়ার দর হ্রাস/বৃদ্ধির তথ্য
ব্যাংকের নাম ২১ ডিসেম্বরের দর ২০ জানুয়ারির দর হ্রাস/বৃদ্ধির হার
এবিব্যাংক ২২.৮০ ১৯.৫০ (১৪%)
সিটিব্যাংক ৫২.৯০ ৪৫.৫০ (১৪%)
ঢাকাব্যাংক ২২.৬০ ১৯.৮০ (১২%)
প্রাইমব্যাংক ২৬.৯০ ২৩.৯০ (১১%)
ইষ্টার্নব্যাংক ৫০.৭০ ৪৫.৪০ (১০%)
ওয়ানব্যাংক ২৪ ২১.৮০ (৯%)
মার্কেন্টাইলব্যাংক ২৫.৯০ ২৩.৯০ (৮%)
ইউনাইটেডকমার্শিয়ালব্যাংক২৩.৫০ ২১.৭০ (৮%)
উত্তরাব্যাংক ৩৫ ৩২.৬০ (৭%)
আইসিবিইসলামিকব্যাংক ৭ ৬.৫০ (৭%)
ডাচ-বাংলাব্যাংক ১৫১ ১৪১.৩০ (৬%)
ফার্স্টসিকিউরিটিইসলামিব্যাংক১৫.২০ ১৪.৩০ (৬%)
সোশ্যালইসলামিব্যাংক ২৪.৫০ ২৩ (৬%)
সাউথইষ্টব্যাংক ২১.৭০ ২০.৪০ (৬%)
স্ট্যান্ড্যার্ডব্যাংক ১৫.৮০ ১৪.৮০ (৬%)
প্রিমিয়ার ব্যাংক ১৫.৬০ ১৪.৭০ (৬%)
ব্র্যাক ব্যাংক ১০৬ ১০০.৬০ (৫%)
আইএফআইসিব্যাংক ১৭.৯০ ১৭ (৫%)
এক্সিম ব্যাংক ১৭.১০ ১৬.৪০ (৪%)
যমুনা ব্যাংক ২১.৫০ ২০.৬০ (৪%)
শাহজালালইসলামিব্যাংক ৩২ ৩০.৮০ (৪%)
পূবালি ব্যাংক ২৯.৮০ ২৮.৬০ (৪%)
ট্রাস্ট ব্যাংক ৪১.৯০ ৪০.২০ (৪%)
ব্যাংক এশিয়া ২৩.৫০ ২২.৭০ (৩%)
এনসিসি ব্যাংক ১৭.৪০ ১৬.৯০ (৩%)
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩৪.৩০ ৩৩.৬০ (২%)
রূপালি ব্যাংক ৫৮.৯০ ৫৮.৫০ (১%)
ইসলামি ব্যাংক ৩৪.৬০ ৩৪.৪০ (১%)
আল-আরাফাহ ইসলামি ব্যাংক ২৪.২০ ২৪.৫০ ১%
ন্যাশনাল ব্যাংক ১২.৬০ ১২.৭০ ১%
গত ১ মাসে ৩০ ব্যাংকের গড় পতন ৫.৮০%
গত ১ মাসে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর বেড়েছে। এই ব্যাংক ২টির শেয়ার দর বেড়েছে ১ শতাংশ করে।
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮