পুঁজিবাজার আকর্ষণীয় করা গেলে তালিকাভুক্তি বাড়বে

মাহবুব এইচ মজুমদার : অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে পুঁজিবাজার তাল মেলাতে পারছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, এক্ষত্রে আমরা মনে করি জিডিপি গ্রোথ কিংবা অর্থনৈতিক উন্নতির সঙ্গে আমাদের বাজার ঠিক তাল মেলাতে পারছে না। কর্মক্ষম মানুষ যা আছে তাকে কাজে লাগালে এ পরিস্থিরি পরিবর্তন হবে।

এটি অনেকটা অকশনের মতোই। সিকিউরিটি, ইন্সট্রুমেন্ট বাড়াতে হবে যেটি আসলে তেমনভাবে আর বাড়ছে না। ২০০৭ সালে কত ইস্যু এসছিলো বাজারে তা আপনারা জানেন।

মূলত তিনটি কারণে বেসরকারি কোম্পানি গুলো বাজারে আসতে চাইছেনা। প্রথমটি আবেগীয় কারণ- যা হলো কোম্পানিটি হয়ত বাবার বা ছেলের হাতে গড়া। সেটি গণমানুেষর করতে অনেকেরই আপত্তি থাকতে পারে। দ্বিতীয়ত- এখানে বেশি মানুষের সাথে যোগাযোগ করতে হয়, জবাবদিহি করতে হয় যা অনেক মালিকপক্ষই করতে চায়না। তৃতীয়ত- কোম্পানী বাজারে আসলে ১০ শতাংশ কর দিতে হয়। মার্কেটে আসা মানে কোম্পানিটি অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখানে তার হেরফের করার রাস্তা বেশি থাকেনা। সবকিছু স্বচ্ছ করতে হয়। ব্যক্তিমালাকানাধীন হলে যেটির প্রয়োজন হতোনা। গণকোম্পানী হলে ভ্যাট রেটে কোনো ছাড় নেই। এক্ষেত্রে লিস্টেড অনলিস্টেড কোম্পানির ভ্যাট এক হয়না। পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হওয়া মানেই নজরদারির আওতায় আসা। সেটিকে এড়াতেই অনেক বেশি লাভে থাকা ভালো কোম্পানি এখনও অবধি বাজারে অন্তর্ভুক্ত হচ্ছেনা।
আরেকটি বিষয় হলো-সরকার লিস্টেড কোম্পানি থেকে অধিক ট্যাক্স নিয়ে থাকে। যদিওবা ট্যাক্সের ১০ শতাংশ সাবসিডি দেয়া হয়। এ কারণে সেমপ্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

আমরা যারা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী তাদের পরের জেনারেশন এ বাজারে আসলে তারা এটিকে ইতিবাচক ভাবেই নেবে এবং বাজারটা ভালো বুঝতে পারবে। তারা এর ভালোদিকটাও বুঝতে পারবে। কোম্পানির ব্রান্ডিং, স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্পোরেট গভর্নেস, সক্ষমতা সবকিছুই বৃদ্ধি পাচ্ছে যেটি তারা ইতিবাচক ভাবেই নেবে।

ব্যবসা বাণিজ্যের একটা ব্যপক অংশ সরকার নিয়ংন্ত্রণ করছে যা করার কথা না। সরকার যেসব কোম্পানি নিয়ে বাজারে ব্যবসা বাণিজ্য করছে সে কোম্পানি গুলোকে লিস্টিং করা যাচ্ছেনা ব্যুরোক্রেসির কারণে।

মাননীয় অর্থমন্ত্রী বারবার করে সেসব কোম্পানিকে বাজারে আসতে বললেও তারা এখনও অবধি তা করছেনা। ব্যুরোক্রেসি যারা করছে তাদের অল্প লাভের লোভ এ কারচুপি করাচ্ছে। প্রশ্ন হচ্ছে সরকার ফ্যাসিলিটি ও পলিসি তৈরি করবে ঠিকই কিন্তু সরকার কেন ব্যবসা করবে।

পৃথিবীর অন্য কোনো দেশে বহুজাতিক কোম্পানি ব্যবসা করতে চাইলে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয় কিন্তু আমাদের দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি পুঁজিবাজারে ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। সেসব কোম্পানির ট্যাক্স ভ্যাট ২০ শতাংশ হওয়া উচিৎ। মোদ্দা কথা হলো-ক্যাপিটাল মার্কেটকে লোভনীয় করলেই দেশি বিদেশি সব কোম্পানি বাজারে আসতে আগ্রহ দেখাবে। একইসাথে বিনিয়োগকারীর অংশগ্রহন অনেকাংশে বেড়ে যাবে।

মাহবুব এইচ মজুমদার
প্রধান নির্বাহী কর্মকর্তা
এএফসি ক্যাপিটাল লিমিটেড

আরএম/