পুলিশি বাঁধায় ইসি ঘেরাও কর্মসূচি পণ্ড বাম জোটের

পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচির আয়োজন করে জোটের নেতা-কর্মীরা। খবর ইউএনবি’র।

বিক্ষোভ সমাবেশের পর জাতীয় প্রেসক্লাব থেকে জোটের মিছিল মৎস্য ভবন, শাহবাগ ও বাংলামোটর হয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় ইসি কার্যালয়ের দিকে যেতে থাকে।

মিছিলটি কারওয়ান বাজারের সার্ক ফোয়ার সামনে এলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাঁধা দেয়।

বাম জোটের নেতা-কর্মীরা এসময় বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজন আহত হয়।

পরে দলের নেতার আজকের দিনের মতো তাদের কর্মসূচি স্থগিত করেন।

পরে জোটের এক বিক্ষোভে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাঁধা ও লাঠিপেটার প্রতিবাদ ও নিন্দা জানান।

আজকের বাজার/এমএইচ