প্যাকেজিং কাগজের দর বৃদ্ধি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ কামনা

প্যাকেজিং কাগজের অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশন (বিএলসিএমএ)।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারস উইনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। একই সঙ্গে প্যাকেজিং কাগজের অস্বাভাবিক দর বৃদ্ধিতে গভীর উদ্ধেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা।

তারা বলেন, কাগজ কারখানার মালিকদের একটি সিন্ডিকেট প্যাকেজিং কাগজের এই অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য দায়ী। প্যাকেজিং কাগজের অস্বাভাবিক দর বৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারকে এখনই সচেষ্ট হতে হবে।

সংগঠনের সভাপতি এম এ বাহের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রফিউল ইসলামসহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্যাকেজিং কাগজের দাম কেজি প্রতি কমপক্ষে ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। এটা পুরোপুরি অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য ও অনৈতিক ব্যাপার। সরকার তাৎক্ষণিকভাবে এই দর বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারলে প্যাকেজিং শিল্পের কার্যক্রম থমকে যাবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে ২ হাজার প্যাকেজিং কারখানা রয়েছে এবং কমপক্ষে ১০ হাজার মানুষ এই শিল্পের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে।

একেএ/আরএম/