প্রগতি সরণি থেকে পর্যায়ক্রমে রিকশা চলাচল বন্ধ করা হবে: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, প্রগতি সরণি থেকে পর্যায়ক্রমে রিকশা চলাচল বন্ধ করা হবে।
আজ বুধবার দুপুরে গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান।
কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সার্ভিস রোড ও বাইলেন ব্যবহার করার জন্য মেয়র রিকশা চালকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ডিএনসিসির অধীনে ২,৩০০ কিলোমিটার সড়কের মধ্যে শৃঙ্খলা আনার স্বার্থে মাত্র ১৫ কিলোমিটার সড়কে রিকশা চলাচল বন্ধ রাখা হবে।
এব্যাপারে তিনি রিকশা মালিক, চালক এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে মেয়র বলেন, অবৈধ রিকশা চলাচল পর্যায়ক্রমে বন্ধ করা উচিত। এ লক্ষ্যে সকল বৈধ রিকশা মালিকদের ‘কিউ আর কোড’ প্রদান করা হবে, যাতে অবৈধ রিকশা শনাক্ত করা যায়।
তিনি বৈধ রিকশাচালকদের ডাটাবেস প্রস্তুত করা এবং ওয়ার্ড ভিত্তিক রিকশা চালকদের পোশাক প্রদান করার প্রস্তাব করেন।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, জাকির হোসেন বাবুল, বাড্ডা, রামপুরা, ভাটারা এলাকার রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।