প্রতি সিরিজেই গোলাপি টেস্ট চান সৌরভ গাঙ্গুলী

ইডেনে দিবারাত্রির টেস্টে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা গোলাপি বলের ক্রিকেট নিয়ে আশাবাদী করেছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। তার চাওয়া, প্রত্যেক সিরিজেই একটি করে গোলাপি বলের টেস্ট খেলুক ভারত।

গত মাসে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলে ভারত। দুই দলের জন্যই সেটি ছিল প্রথম গোলাপি বলের টেস্ট। সেই টেস্ট সোয়া দুই দিনে শেষ হয়ে গেলেও গ্যালারিতে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পক্ষে দুর্দান্ত ব্যাপার বলে মনে করছেন সৌরভ।

‘দ্য উইক’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমি এটা নিয়ে খুব আশাবাদী। এটাই সামনে এগিয়ে চলার পথ বলে মনে করছি। তবে প্রত্যেক টেস্টে এটা হবে না। কিন্তু সিরিজে অন্তত একটি গোলাপি বলের টেস্ট খেলাই যায়।’

কলকাতার মতো ভারতের অন্য মাঠগুলোতেও গোলাপি বলের টেস্ট আয়োজনের কথা ভাবছেন দেশটির সাবেক এই অধিনায়ক, ‘গোলাপি বলে টেস্ট আয়োজনে আমার অভিজ্ঞতা তুলে ধরব বোর্ডে সবার সামনে। অন্য মাঠেও এই টেস্ট আয়োজনের চেষ্টা করব। ইডেনের পর এখন প্রত্যেকেই তৈরি। কেউই পাঁচ হাজার দর্শকের সামনে টেস্ট খেলতে চায় না।’

যদিও ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, দিবারাত্রির টেস্ট নিয়মিত হওয়া উচিত নয়। গোলাপি বলের টেস্টকে তিনি ব্যতিক্রমী হিসেবেই দেখতে চান। কলকাতা টেস্টের আগে কোহলি বলেছিলেন, ‘আমি মনে করি, দিবারাত্রির টেস্ট একবার খেলা যেতে পারে। এটা নিয়মিত হওয়া উচিত নয়।’

আজকের বাজার/আরিফ