প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন ১০ মার্চ

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হবে চার মার্চ।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সচিব জানান, আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী চার মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

এ সময় ইসি সচিব বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

আজকের বাজার/এমএইচ