‘প্রধানমন্ত্রী, আমাদের একটু ভাতের ব্যবস্থা করে দিন’

মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একটু ভাতের ব্যবস্থা করে দিন। আমরা আপনার কাছে একটু খাবার চাই, একটু ডাল-ভাত চাই।’

আজ সোমবার (০১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনকারী এক শিক্ষিকা এসব কথা বলছিলেন আর কাঁদছিলেন। তিনি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা।

এমপিওভুক্তির দাবিতে রবিবার থেকে অনশনে আছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছেন গত ২৬ ডিসেম্বর থেকে।

দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।

দুদিনের অনশনে এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। সহকর্মী অসুস্থ হয়ে পড়ায় সবাই দোয়া শুরু করেন। সেই দোয়ায় আশপাশের সবাই শামিল হন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে তাদের অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান নন-এমপিও অবস্থায় আছে, সেটিকে অনতিবিলম্বে এমপিওভুক্ত করে মানবিক বিপর্যয় থেকে রক্ষা করবেন।’

শিক্ষকদের এই দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন অনেক রাজনীতিবিদ ও পেশাজীবী।

আজকের বাজার: বি / ১ জানুয়ারি ২০১৮