প্রধানমন্ত্রী মদিনা পৌঁছেছেন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মসজিদ-ই-নববীতে রাসূল হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করার জন্য পবিত্র নগরী মদিনা পৌঁছেছেন ।
প্রধানমন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে ১০টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) মাদিনাস্থ প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহিল।
শেখ হাসিনা বাদ যোহর মসজিদ-ই-নববীতে রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারত করবেন।
তিনি দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।
ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।