প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ

বাংলাদেশের খুলনা ও সুন্দরবন দিয়ে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর ও পটুয়াখালীতে ৬ জনের প্রাণহানী হয়েছে। সরকারি হিসেবে ৫ হাজার এবং বেসরকারি হিসেবে কমপক্ষে ১৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী ঝড় সিডর এবং পরবর্তীকালে ঝড় আইলা, ফনি ও সবশেষ ঘূর্ণিঝড় বুলবুলসহ মাঝে-মধ্যে ঝড় এবং জ্বলোচ্ছাস বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী জেলাকে বারবার বিপন্ন-বিপর্যস্ত করে ফেলছে।

এছাড়া মানুষের অর্থনৈতিক, সামাজিক ও জীবন ও জীবিকার ওপরে আঘাত হেনেছে এসব ঝড় জলোচ্ছাস। প্রায় প্রতি বছর ঘটছে কোনো না কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ যখনই কোনো দুর্যোগের পূর্বাভাস হয়, লাখ লাখ মানুষ আতংকে থাকেন, নিরাপদে সরে যান, ঝড় আসলে ঘরবাড়ী বিধ্বস্থ হয়, মানুষ, পশু মারা যায়, গাছপালা পড়ে যায়।

আজকের বাজার/লুৎফর রহমান