প্রাণের আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লি: (প্রাণ) এর ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশন জানায়, কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সময় আগামী ১১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.৯৬ টাকা। ২০১৬-২০১৭ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং ইপিএস হয়েছিল ৬.৮৭ টাকা।