প্রাথমিকে ক্রীড়া ও সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার

প্রাথমিক বিদ্যালয়েএখন থেকে ক্রীড়া ও সংগীত বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আর এই নিয়োগ কার্যকর করা হবে  প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) মাধ্যম।

রোববার (২৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরে ‘উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ৩০টি প্রতিষ্ঠান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ভাবনা ও পরিকল্পনা একটি অংশ আজকের উদ্ভাবনী মেলা। এ মেলায় আমরা দেশের সব স্তুরের মানুষকে অন্তর্ভুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে তাদের মেধা ও শরীর সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের ক্লাসকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংগীত বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপারিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এফ এম মঞ্জুর কাদির, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী।

রাসেল/