প্রিমিয়ার লিজিংয়ের ইপিএস প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১৫ পয়সা।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব পর্যালোচনা করে পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১২ টাকা ৯৫ পয়সা।

আজকের বাজার:এলকে/এলকে/ ৭ মে,২০১৭