প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম বিতর্কের আগে বাইডেনের ‘মাদক পরীক্ষা’ চান ট্রাম্প

President Donald Trump speaks during a campaign rally at Wittman Airport, Monday, Aug. 17, 2020, in Oshkosh, Wis. (AP Photo/Evan Vucci)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম বিতর্কের আগে তিনি নিজের এবং জো বাইডেনের ‘মাদক পরীক্ষার’ আহ্বান জানাবেন। তবে তার বিপক্ষে লড়াইয়ের ময়দানে নামা ডেমোক্রেটিক প্রার্থীর ব্যাপারে তার সন্দেহের পক্ষে তিনি কোন প্রমাণ দেননি। খবর এএফপি’র।
ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে বাইডেনের ভাল পারদর্শিতায় তিনি মুগ্ধ হয়েছেন।

গত মার্চে ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের বিপক্ষে সর্বশেষ বিতর্ক চলাকালে সাবেক এ ভাইস প্রেসিডেন্টের সহনশীল আচার-আচরণে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা মাদক পরীক্ষার আহ্বান জানাতে যাচ্ছি।’

প্রেসিডেন্ট তার দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারলেও তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে এটা বলতে পারি যে এই মাদকের ক্ষেত্রে আমি অনেক ভাল রয়েছি।’
ডেমোক্রেটিক দলের আশাবাদী অন্য প্রেসিডেন্ট প্রার্থীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অন্য সকল মানুষের সাথে বিভিন্ন বিতর্কে আমি তাকে দেখেছি।’
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে ট্রাম্প একই ধরনে বক্তব্য এবং যুক্তি তুলে ধরে বলেন, ওই সময়ের তার বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটন মাদক নেন।
আগামী ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।