ফরিদপুরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

ফরিদপুরের এক দিনের ব্যবধানে পেঁয়াজের দর কমেছে মণ প্রতি দুই হাজার টাকা। জেলার দুই উপজেলায় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লাগামহীন পেঁয়াজের দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

বোয়ালমারী উপজেলার চিতার বাজার, ময়েনদিয়া বাজার, জয় পাশা পেঁয়াজ বাজারে ব্যবসায়ীরা জানান, চাষীরা তাদের আগাম জাতের মুড়িকাটা (গুটি থেকে উৎপাদিত) পেঁয়াজ বাজারে এনেছেন। ক্রেতারা আগ্রহ নিয়ে ওই পেঁয়াজ কেনেন।

পেঁয়াজ ব্যবসায়ী নাছিম আহমেদ কবির জানান, চিতার বাজারে আমি দুই মণ পেয়াজ নিয়ে যাই। কিন্তু হঠাৎ করে দর পড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৭ হাজার টাকা মণে সেই পেঁয়াজ বিক্রয় করেছি।

ওই এলাকার পেঁয়াজ চাষী শামিম মোল্লা বলেন, মৌসুমের সময়ে হাজার মণ পেঁয়াজ সংগ্রহ করেছিলাম, প্রথম দিকে বেশি অংশ কম দামে বিক্রয় করেছি, সম্প্রতি সময়ে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়িতে থাকা বাকি পেঁয়াজ বিক্রয় করতে পেরেছি।

তিনি বলেন, শনিবার সকাল থেকেই হঠাৎ করে এই বাজারে পেঁয়াজের দর মণ প্রতি দুই হাজার টাকা কমে গেছে।

আজকের বাজার/লুৎফর রহমান