ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে সমস্যা দেখছেন না মিসবাহ

Pakistan's head coach and chief selector Misbah-ul-Haq speaks to reporters in Karachi, Pakistan, Wednesday, Sept. 25, 2019. Misbah said Sri Lanka's top players should have come for the limited-overs series in Pakistan after being assured of head-of-state-like security by the government. (AP Photo/Fareed Khan)

সবধরনের প্রোটোকল ও নিয়ম-কানুন মেনে এবং দর্শক শুন্য মাঠে ম্যাচ আয়োজনে কোন সমস্যা দেখছেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহ উল হক।

করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকেই বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হলেও দীর্ঘদিন হয়ে যাওয়ায় মাঠে খেলার ফেরানোর চেষ্টায় বিশ্বের সকল দেশই। অনেকে বলছেন, রুদ্ধদার স্টেডিয়ামে খেলা আয়োজন করলে সংক্রমন ছড়াবে না। আবার অনেকে বলছে, ফাঁকা স্টেডিয়ামে খেলার উত্তেজনাটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে খেলাটা সৌন্দর্য হারাবে।

তবে পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক মিসবাহ, ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পক্ষে কথা বললেন। পুনরায় ক্রিকেট শুরু হবে, এতে খুশী মিসবাহ। তবে সকল নিয়ম মেনেই শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মিসবাহ বলেন, ‘করোনাভাইরাসের কারনে বর্তমান সময়টা মোটেও সুখকর নয় এবং অবশ্যই সকলের স্বাস্থ্য ও সুস্থতা আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু সকল সুরক্ষা মেনে ফাঁকা স্টেডিয়ামে খেলা হয়, তবে এতে আমার কোন সমস্যা নেই।’

গেল মার্চে করোনাভাইরাসের প্রার্দুভাবের পর পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যায়। ফলে দু‘মাস ধরে ক্রিকেটাররা খেলাধুলা থেকে দূরে রয়েছে। সকলেই গৃহবন্দি। তাই এ অবস্থায় ক্রিকেট ফিরলে সকলের জন্য ভালো হবে বলে মনে করেন মিসবাহ, ‘প্রত্যেকেই আবদ্ধ হয়ে আছে এবং আমি মনে করি, এ অবস্থায় যদি কোন ক্রিকেট ম্যাচ কিছু মানুষের জন্য আনা সম্ভব হয়, তবে ঘরে বসে থাকা মানুষদের তা খুবই ভালো হবে।’

মিসবাহ আরও বলেন, ‘যখন কারও কিছু করার থাকে না এবং কোভিড-১৯এর খবর শুনতে শুনতে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। তাই এই পরিস্থিতিতে আবারো যদি খেলাধুলা শুরু করা যায় এবং তবে মানুষ ঘরে বসে খেলার দেখার সুুযোগ পাবে।’

গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের কোচ ও নির্বাচকের দায়িত্ব নেয়া মিসবাহ আরও বলেন, ‘খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও স্টেক হোল্ডারদের জন্য যদি সঠিক সুরক্ষা ও সতর্কতা অবলম্বন করা হয়, তবে ক্রিকেট বোর্ডগুলো সামনে এগিয়ে যেতে পারে।’

আগামী ১৬ মে থেকে জার্মান বুন্দেস লিগা শুরু হচ্ছে, এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিসবাহ। তিনি বলেন, ‘তারা প্রথমে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে। ক্রিকেট বোর্ডগুলোরও এমন করতে হবে। ’