ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বেচবেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ইচ্ছা পোষণ করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আবু হেনা মোস্তফা কামাল তার ধারণকৃত শেয়ারের কিছুটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে আছে ৩১ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ার। এরমধ্যে ৬ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ার বিক্রি করবেন তিনি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ব্লক মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।

২০০৮ সালে পুঁজিবাজারে  এ ক্যটাগরিতে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি।সর্বশেষ ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

 

আজকের বাজার/মিথিলা